জাপান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে গতকাল ৫ই অক্টোবর টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মধ্যে অনলাইনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আসিফ এ. চৌধুরী, দূতাবাসের কর্মকর্তাগণ এবং জেবিসিসিআই এর বোর্ড সদস্যগণ। সভায় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে করণীয়, প্রয়োজনীয় উদ্যোগ, সুবিধা-অসুবিধাসহ নানাবিধ বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা সভায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্র্রদূত শাহাবুদ্দিন আহমদ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও টোকিস্থ বাংলাদেশ দূতাবাস দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে নানাবিধ উদ্যোগ অব্যাহত রেখেছে। তিনি জাপানী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্য প্রযুক্তি, পোশাক শিল্প, চামড়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পথ সুগম করার জন্য জেবিসিসিআই’কে আরও বেশী কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেবিসিসিআই’র প্রেসিডেন্ট আসিফ এ. চৌধুরী। এছাড়া জেবিসিসিআই’র জেনারেল সেক্রেটারী তারেক রাফি ভুঁইয়া জুন এবং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. আরিফুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com