রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে মাসকলাই’র বীজ-সার বিতরণ

ইউসুফ মিয়া || ২০২১-১০-০৫ ১৪:১৬:২৮

image

প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
   সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে গতকাল ৫ই অক্টোবর বেলা ১১টায় অফিস প্রাঙ্গণে এই বীজ ও সার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার নির্বাচিত ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে মাসকলাই ডালের বীজ এবং ১০ কেজি করে ডিআইবি ও ৫ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com