এনসিটিএফের আয়োজনে রাজবাড়ীতে চিত্রাঙ্কন ও পোস্টার তৈরি প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-০৭ ১৬:২২:০২

image

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা এনসিটিএফের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় গতকাল ৭ই অক্টোবর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও পোস্টার তৈরি প্রতিযোগিতা করা হয়। 

   জেলা এনসিটিএফের সভাপতি সাদিয়া জামানের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রহমান এবং বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও রং পেন্সিল আর্ট একাডেমীর পরিচালক মোঃ সেলিম আলদিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা এনসিটিএফের সিপিএম (ছেলে) মোঃ মুহতাসিমুল হক। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক কে.এম তাহছিন মুগ্ধ। ৩৫ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সার্বিক দায়িত্বে ও সমন্বয়ে ছিলেন এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি। এ সময় জেলা এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com