রাজবাড়ী সদরের উড়াকান্দায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর ২লক্ষ টাকা জরিমানা

চঞ্চল সরদার || ২০২১-১০-০৭ ১৬:৩৭:৩২

image

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাজুল খান নামে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ৭ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানার পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়। 

  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নির্দেশনায় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলা অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাজুল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুয়ায়ী ২ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি ড্রেজার অকেজো করে দেয়া হয়। এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com