পাংশার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা

মোক্তার হোসেন || ২০২১-১০-০৯ ১৫:৪৬:১৯

image

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপি আওয়ামী লীগের বর্ধিতসভা গতকাল ৯ই অক্টোবর বিকেলে পাট্টা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পাট্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু এবং পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল।
বর্ধিতসভায় পাট্টা ইউপি আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। বক্তারা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আসন্ন পাট্টা ইউপি নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পান সবাই তার পক্ষে নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com