গত ২৩শে সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল সালেহীন অপু।
গতকাল ১০ই অক্টোবর সাংবাদিকদের কাছে পাঠানো অপু’র প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, উক্ত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য কাজী কেরামত আলী আমাকে উচ্ছৃঙ্খল ও বিএনপি পরিবারের সদস্য যে বক্তব্য দেন তা সম্পূর্ণরূপে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার দেয়া বক্তব্য আমাকে বিস্মিত ও হতবাক করেছে। আমি হঠাৎ ছাত্রলীগে জুড়ে বসা কোন বসন্তের কোকিল নই। ২০১৬ সালের ২১শে নভেম্বর থেকে ২০২১ সালের ৩১শে জানুয়ারী পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। যখন আমি সভাপতি নির্বাচিত হই তখন এমপি আমাকে মিষ্টি মুখ করান। আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় এমপিকে বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এছাড়াও আমি সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছি। নতুন নেতৃত্বের কাছে কমিটির দায়িত্ব হস্তান্তর করে সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রেখেছি। আমি সংগঠন বহির্ভূত কোন কার্যক্রমে অংশগ্রহণ করি নাই। কিন্তু উক্ত সংবাদ সম্মেলনে এমপি কাজী কেরামত আলী কেন আমাকে উচ্ছৃঙ্খল ও বিএনপি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন সেটা আমার বোধগম্য নয়। ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনৈতিক হাতেখড়ি। আমি যতদিন বাঁচবো এই সংগঠনের সাথেই যুক্ত থাকবো।
সামছুল সালেহীন অপু আরো বলেন, আমার বিশ্বাস ব্যক্তি বিশেষ দ্বার প্রভাবিত হয়ে তিনি আমার সম্পর্কে সম্পূর্ণরূপে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন। আমি তার ভিত্তিহীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com