দ্বিতীয় ধাপে আগামী ১১ই নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা গতকাল ১০ই অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনের গণভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। যৌথসভায় গোয়ালন্দ উপজেলার ২টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মোঃ গোলজার হোসেন মৃধা বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় আমি খুব খুশি, দলীয় সভানেত্রীসহ জেলা ও উপজেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে মনোনীত করেছেন। আসলে দল চায় বির্তকিতদের বাদ দিয়ে স্বচ্ছ ব্যক্তিদের মনোনয়ন দিতে। এবার সেটাই হয়েছে। আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছি। দলের সিদ্ধান্তক্রমে দলীয় নেতাকর্মীরা নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com