গোয়ালন্দের পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আটক ১০ জন জেলের কারাদন্ড

মইনুল হক মৃধা || ২০২১-১০-১২ ১৫:১৪:১৭

image

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীতে পরিচালিত পৃথক অভিযানে আটক ১০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ্র নেতৃত্বে গতকাল ১২ই অক্টোবর দুপুরে এবং গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আগের দিন ১১ই অক্টোবর রাত ৮টার দিকে পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই সাজা দেয়া হয়। 
  তার মধ্যে গতকাল ১২ই অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ্র ভ্রাম্যমাণ আদালতে ৪জন জেলেকে ১৪দিন করে এবং ১১ই অক্টোবর রাতে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে ৬জনকে ১৬দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও উভয় অভিযানকালে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ৯ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ এবং ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে দৌলতদিয়া নৌ-ফাঁড়ির পুলিশ অভিযান ২টিতে সহযোগিতা করেন। 
  উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ঠা অক্টোবর থেকে সারা দেশে ২২ দিনের ইলিশ আহরণের সরকারী নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যা আগামী ২৫শে অক্টোবর সমাপ্ত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com