রাজবাড়ীর আলীপুরে কাবিখা প্রকল্প ও দাদশীতে নির্মিত ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-১২ ১৫:১৭:৪৫

image

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলাসাদ বেগম গতকাল ১২ই অক্টোবর দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নে কাবিখার প্রকল্প ও দাদশী ইউনিয়নে সরকারীভাবে নির্মিত ‘ক’ শ্রেণীর ঘর পরিদর্শন করেন। 
  এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার হোসেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কাবিখার প্রকল্প ও সরকারীভাবে নির্মিত ঘর পরির্দশন করে সন্তোষ প্রকাশসহ উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। 
  এর আগে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগম সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে রামকান্তপুর ইউনিয়নের পানিতে ডুবে নিহত একটি শিশুর মা-বাবার হাতে ১০ হাজার তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com