রাজবাড়ীতে আরো ৮৬ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে

চঞ্চল সরদার || ২০২১-১০-১৩ ১৪:৪৭:০২

image

রাজবাড়ী জেলায় আরও ৮৬ হাজার ২শত ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। 

  গতকাল ১৩ই অক্টোবর বেলা ১১টার দিকে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে টিকাগুলো হস্তান্তর করেন। এর মধ্যে সিনোফার্মের ৫৫ হাজার ডোজ ও অ্যাস্ট্র্যাজেনেকার ৩১ হাজার ২শত ডোজ ভ্যাকসিন রয়েছে। 

  সিভিল সার্জন জানান, গতকাল বুধবারের চালানসহ এ পর্যন্ত জেলায় অ্যাস্ট্র্যাজেনেকার ১ লক্ষ ৭৩ হাজার ৫১০ ডোজ ও সিনোফার্মের ৩ লক্ষ ৭৭ হাজার ৬শত ডোজ টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৮৩৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৬৩৯ জনকে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com