অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহিনকে ১লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-১৩ ১৪:৪৭:৫৫

image

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমান শাহিন শেখকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ গতকাল ১৩ই অক্টোবর বিকালে আলীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মল্লিক পাড়ায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহিন শেখকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা অবস্থায় পাওয়া গেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ড্রেজার ও এস্কেভেটর(ভেকু) অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়। এএসআই রিক্তার নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com