গোয়ালন্দে মহানবমীর মধ্য দিয়ে দুর্গাপূজার বিদায় ঘণ্টা

মইনুল হক মৃধা || ২০২১-১০-১৪ ১৫:০৫:০৯

image

গতকাল ১৪ই অক্টোবর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুর্গা পূজার মহানবমী অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৫৭ মিনিটে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। 

  সনাতন ধর্মাবলম্বীরা জানান, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গা পূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিনটিতে কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে। আজ ১৫ই অক্টোবর দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।  

  দৌলতদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত জীবন চক্রবর্তী জানান, মহানবমীর দিনে ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শঙ্খ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় প্রতিটি পূজা মন্ডপ। ধূপ চন্দনের গন্ধ আর ফুলের সুবাসে মায়ের চরণে অর্ঘ্য দিয়ে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা জানান। সনাতন ধর্মাবলম্বীদের এবারের পূজায় চাওয়া করোনা অতিমারীসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com