রাজবাড়ীতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আসাদুজ্জামান নুর || ২০২১-১০-১৪ ১৫:০৯:৫১

image

প্রথমবারের মতো আগামী ১৮শে অক্টোবর অনুষ্ঠিতব্য ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

  জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই অক্টোবর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ ইকরামুল করিম, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার(শিক্ষা ও আইসিটি) বিপুল সিকদার, এনডিসি সাইফুল হুদা, এটুআই’র জেলা কার্যালয়ের প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, গত ২৩শে আগস্ট অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রতি বছরের ১৮ই অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে সারা দেশে যথাযথভাবে দিবসটি পালন করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com