দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলার ঘটনায় রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

চঞ্চল সরদার || ২০২১-১০-১৬ ১৪:১২:৩১

image

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গা পূজা মন্ডপে হামলায় ঘটনায় রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। 

  গতকাল ১৬ই অক্টোবর বিকাল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সরকার, সহ-সভাপতি  উপেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজা মন্ডপে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সাথে জড়িত সাম্প্রদায়িক অপশক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com