পাংশা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২১-১০-১৮ ১৪:৩৯:১৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১৮ই অক্টোবর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে। 

  রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নিদের্শনা এবং এলাকায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

  পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাসসহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com