গোয়ালন্দ মোড়ে কেক কেটে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-১৮ ১৪:৪২:২৩

image

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের হাবিব সুপার মার্কেটে গতকাল ১৮ই অক্টোবর বিকালে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়। 

  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সজীব ফকিরের উদ্যোগে এই কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ শামীম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান, মৎস্যজীবী লীগের নেতা সুমন আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com