রাজবাড়ীতে ইসকন মন্দিরের আয়োজনে মানববন্ধন॥ডিসি’র নিকট স্মারকলিপি

আসাদুজ্জামান নুর || ২০২১-১০-১৮ ১৪:৪৫:১৫

image

নোয়াখালীর ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও দুর্গা পূজা মন্ডপে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ীতে ইসকন মন্দিরের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

  গতকাল ১৮ই অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কর্মর্কার, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ মিত্র, প্রচার সম্পাদক শ্যামল পোদ্দার, রাজবাড়ী ইসকন মন্দিরের অধ্যক্ষ শান্ত নিবাস দাস ও ইসকনের সম্পাদক সুশান্ত বিশ্বাস বক্তব্য রাখেন।

  বক্তাগণ নোয়াখালীর ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও দুর্গাপূজা মন্ডপে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বিগ্রহ ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। 

  স্মারকলিপিতে বিগত সপ্তাহজুড়ে নোয়াখালীর ইসকন মন্দিরসহ কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মন্দির, দুর্গাপূজা মন্ডপ, সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, বিগ্রহ ভাংচুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার স্বার্থে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সুষ্ঠুভাবে বেঁচে থাকা ও নিজ নিজ ধর্ম পালনের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, সহিংসতায় আহত-নিহতদের পরিবারের ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত গৃহ, মন্দির ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিপূরণসহ পুনঃনির্মাণসহ বিভিন্ন দাবী জানানো হয়।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com