রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-১৯ ১৪:২১:৪৭

image

কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে হামলা, প্রতিমা ভাংচুর ও দেশ বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

  গতকাল ১৯শে অক্টোবর দুপুরে শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।

  এতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাহুতি চক্রবর্তী ও সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com