রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-২০ ১৫:২০:৩২

image

রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষে গত ১৮ই অক্টোবর বিকালে সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও বধিরদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। 

  রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক খায়রুল হাসান মিন্টু, বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ মল্লিক, সংস্থার আজীবন সদস্য রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ অনেক বড় হতেন। দেশের নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। শেখ রাসেল আজও শিশু-কিশোরদের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। আজকে প্রতিবন্ধীদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি আমার সাধ্য অনুযায়ী প্রতিবন্ধীদের সাহায্য-সহযোগিতা করে যাব।

  আলোচনা পর্বের শেষে শেখ রাসেলসহ তার পরিবারের জন্য দোয়া করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। সব শেষে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার সৌজন্যে বধিরদের মধ্যে খাবার বিতরণ করা হয়।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com