গোয়ালন্দে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আবুল হোসেন || ২০২০-০৬-২৩ ১৪:৫১:৪৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২৩শে জুন নানা আয়োজনে দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 
  এ উপলক্ষে বেলা ১১টায় প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  এসব কর্মসূচীতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নূরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি মোস্তফা মুন্সী, গোলজার হোসেন মৃধা, শহিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com