ফরিদপুরে পাচারের সময় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স আটক ও এর চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৩শে অক্টোবর সকালে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের কোমরপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শামীম হোসেন(৩৪)। সে কুষ্টিয়া জেলা সদরের চৌড়হাস কুঠিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শামীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজার চালান নিয়ে তার অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ী হয়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ র্যাব তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com