দৌলতদিয়ায় ডিবির অভিযানে হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২১-১০-২৪ ১৪:১৪:৪৬

image

রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার থেকে ৪ গ্রাম হেরোইনসহ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
  গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা হলো ঃ রাজবাড়ী সদর ধুঞ্চি গোদার বাজার এলাকার আজিজুল বেপারীর ছেলে আক্তার বেপারী(৪১)। 
  জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ২৪শে অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারস্থ জাহিদুল টেলিকমের সামনে পাকা রাস্তার উপর হতে ৪ গ্রাম হেরোইনসহ আক্তার বেপারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৪০হাজার টাকা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com