রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে গতকাল ২৫শে অক্টোবর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে রাজবাড়ী শহরের একটি ফিলিং স্টেশনকে পরিমাপে পেট্রোল কম দেয়ার দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ২০ হাজার টাকা এবং বিনোদপুর মাইছ্যাঘাটা এলাকার ফুলবন বেকারীকে বিস্কুট জাতীয় পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র পরিদর্শক উৎপল কুমার এবং রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com