রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল ২৩শে জুন সকালে প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুর্যাল মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলের চারা রোপণের মাধ্যমে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী রতন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, বালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মন্টু, সাধারণ সম্পাদক ইমরুল হাসান পুলক, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ফুলবাড়ী সড়ক ও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com