দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

মইনুল হক মৃধা || ২০২১-১০-২৬ ১৪:৫২:৪৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের ১টি কাতল মাছ ধরা পড়েছে।
  গতকাল ২৬শে অক্টোবর সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরী ঘাট এলাকায় ইছাক নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়ার মৎস্য আড়তে নিয়ে আসলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে কিছু লাভে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন। 
  এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি কমতে শুরু করার কারণে এখন নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com