বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫জন ব্যবসায়ীর জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২১-১০-২৬ ১৪:৫৪:০৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর ও বালিয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে ৭জন ব্যবসায়ীকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ২৬শে অক্টোবর সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ১ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, পাটজাত পণ্য আইনে ২ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, মাতৃদুগ্ধ ও শিশু বিকল্প আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ৫শত টাকা জরিমানা করা হয়। 
  জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com