দৌলতদিয়া ঘাট এলাকায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৬টি যানবাহনকে জরিমানা

মইনুল হক মৃধা || ২০২১-১০-২৬ ১৪:৫৭:৪৩

image

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৬শে অক্টোবর সকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রাণী দাস, পরিদর্শক মনিরুজ্জামান শেখ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযানকালে বিভিন্ন যানবাহনের হাইড্রোলিক হর্ণের মানমাত্রা পরীক্ষা করা হয়। যেসব যানবাহনে নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশী শব্দ পাওয়া যায় সেগুলোকে শব্দ দূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে জরিমানা করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com