পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা মালিকের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-২৭ ১৪:৩৮:৫২

image

পরিবেশ অধিদপ্তরের অভিযানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকার মেসার্স নিউ বিসমিল্লাহ্ ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৭শে অক্টোবর ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলু বিন রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, ইট প্রস্তুতের জন্য অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উক্ত ইট ভাটার মালিককে এই জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে মাটি সংগ্রহ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com