রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আসাদুজ্জামান নুর || ২০২১-১০-২৭ ১৪:৪৭:৪১

image

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও দ্রব্য মূল্য কমানোর দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  
  গতকাল ২৭শে অক্টোবর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আঃ সাত্তার মন্ডল, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন, সাবেক সভাপতি এজাজ আহম্মেদ, সুমন বিশ্বাস ও আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও দ্রব্য মূল্য কমানোর দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com