গোয়ালন্দের বাজারে পদ্মার ইলিশ ক্রেতাদের ভিড়

হেলাল মাহমুদ || ২০২১-১০-২৮ ১৪:০৭:৩৪

image

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ছে। 

  গতকাল ২৮শে অক্টোবর সকালে গোয়ালন্দের জামতলা ও দৌলতদিয়া মাছ বাজার ঘুরে দেখা যায়, জেলেরা পদ্মা নদী থেকে ধরা তাজা ইলিশ মাছ বিক্রি করছে। এই মাছ কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় হয়েছে। 

  জামতলা বাজারে ইলিশ মাছ কিনতে আসা সুমন মাহমুদ বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে। আমি ছোট সাইজের ১ কেজি ইলিশ ৪০০ টাকা দিয়ে কিনলাম।

  দৌলতদিয়া বাজারে মাছ কিনতে আসা আমিরুল ইসলাম বলেন, বাজারে পদ্মা নদী থেকে ধরা বিভিন্ন সাইজের ইলিশ মাছ উঠেছে। ১ কেজি করে ওজনের ৩টি ইলিশ মাছ ১হাজার ৫০ টাকা কেজি দরে ৩ হাজার ১৫০ টাকা দিয়ে কিনলাম। 

  ইলিশ মাছ বিক্রেতা আব্দুল খালেক বলেন, আমি আগে বিভিন্ন ধরনের পোনা মাছ বিক্রি করতাম। কিন্তু নিষেধাজ্ঞার পর বাজারে প্রচুর ইলিশের দেখা মেলায় এখন ইলিশ মাছ বিক্রি করছি। এতে ভালো লাভও পাচ্ছি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com