বালিয়াকান্দিতে যুবলীগের সভায় নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-১০-২৮ ১৪:০৮:২৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল ২৮শে অক্টোবর বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওয়ার্ড- ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও জেলা যুবলীগের সদস্য নূর আহেম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন শিকদার বলেন, আগামী ২০শে ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড-ইউনিয়ন যুবলীগের সম্মেলন করাসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। যুবলীগের কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com