গতকাল ২৮শে অক্টোবর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রথম ডোজের গণটিকা প্রদানের সময়ের মতো দ্বিতীয় ডোজের টিকা নেয়া সবাইকে এক প্যাকেট করে বিস্কুট খাওয়ান। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে টিকা গ্রহীতারা সাধুবাদ জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮শে সেপ্টেম্বর সারা দেশের ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় আলীপুর ইউনিয়নের ১২শত মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল। আজ তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হলো। উৎসাহিত করার জন্য গণটিকা নিতে আসা সবাইকে এক প্যাকেট করে বিস্কুট দিয়েছি। এর পাশাপাশি টিকা গ্রহণকারী সবার খোঁজ-খবর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গণটিকার প্রথম ডোজ দেয়ার সময়ও আলীপুর ইউনিয়নের টিকা গ্রহণকারী সবাইকে চেয়ারম্যান মোঃ শওকত হাসান মিষ্টি খাইয়েছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com