ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা সংসদের অভিষেক ও নাট্য কর্মশালা

স্টাফ রিপোর্টার || ২০২১-১০-৩১ ১৪:৪৪:২৩

image

ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা সংসদের অভিষেক ও নাট্য কর্মশালা গত ৩০শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। 

  সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্য কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 

  ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের জেলা সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন খান, ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি বক্তব্য রাখেন।

  স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহ মুজতবা রশীদ আল কামাল। রাজবাড়ীর ৫টি কলেজের ৬০ জন প্রশিক্ষণার্থী নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন নাট্যজন হাবিব তাড়াশি, নাট্যকার ম. নিজাম এবং নাট্যকার অজয়দাস তালুকদার। 

  বিকালে দ্বিতীয় পর্বে ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের জেলা সংসদের অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

  ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের জেলা সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, নাট্যকার ম. নিজাম, হাবিব তাড়াশি ও অধ্যক্ষ আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

  উল্লেখ্য, চলতি বছরের ২১শে ফেব্রুয়ারী ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা সংসদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।    

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com