দৌলতদিয়ায় জয়নাল মৃধা ফাউন্ডেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২১-১১-০১ ১৪:৫৮:২৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১লা নভেম্বর বিকালে দৌলতদিয়া হেলিপ্যাড মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলায় সুপ্রভাত একাদশ গোয়ালন্দ ৪-০ গোলে মুজিব স্মৃতি সংসদ একাদশ দৌলতদিয়াকে পরাজিত করে। 
  খেলা শেষে অতিথিগণ বিজয়ী সুপ্রভাত একাদশের অধিনায়ক রেজাউলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম মৃধা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী সালমান জেড রহমান(সোলাইমান) প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com