পাংশায় আনন্দঘন পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত

মোক্তার হোসেন || ২০২১-১১-০১ ১৫:০৬:২৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১লা নভেম্বর আনন্দঘন পরিবেশে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় যুব র‌্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা ভেটেনারী সার্জন মোঃ মোত্তালিব হোসেন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও সফল আত্মকর্মী রতন কুমার শর্মা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। উপস্থাপনা করেন পাংশা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
  অনুষ্ঠানে প্রশিক্ষিত ২৪ জন যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন ট্রেডে ১২ লাখ ৮৫ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।
  অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব ও যুব মহিলাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com