বালিয়াকান্দিতে বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করলেন এমপি জিল্লুল হাকিম

তনু সিকদার সবুজ || ২০২১-১১-০১ ১৫:১৯:০৬

image

বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার মোঃ জিল্লুল হাকিম।
  গতকাল ১লা নভেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা হত্যা দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
  এমপি মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, দলীয় সভানেত্রী দল, গোয়েন্দা তথ্য ও বিশেষ উইং-এর মাধ্যমে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে স্থানীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। বিদ্রোহী প্রার্থীদের আগামীতে দলীয় পদ প্রাপ্তি ও জনপ্রতিনিধি হওয়ার সুযোগ রয়েছে। সে কারণে বিদ্রোহী প্রার্থীদের ধৈর্য্য ধারণ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। 
  এমপি জিল্লুল হাকিম বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের ভিতরে জাতীয় চার নেতার হত্যা করার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীলতার মধ্যে ফেলা হয়। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তখন এই চারজন নেতা ছিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেখ মুজিব হত্যাকান্ডের পর আওয়ামী লীগের নেতৃত্ব যখন অনেকটাই দিশেহারা তখন এই চার নেতা দলের হাল ধরেন। 
  বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফী, সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, নায়েব আলী শেখ, একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, রেজাউল করিম, আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নারদ কুমার বাছাড়, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com