দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২০-০৬-২৫ ০২:৪৮:৩২

image

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। 
  গতকাল ২৪শে জুন দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ১টি কৃষ্ণচূড়া গাছের চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এরপর তিনিসহ অন্যান্য নেতৃবৃন্দ গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জে.এন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামরুল ইসলাম কলেজ ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ করেন। 
  এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ নূরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হৃদয়, পৌরা ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com