ইঁদুর নিধন অভিযান অভিযান উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২রা নভেম্বর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রথমে র্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন। আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের মধ্যে ইঁদুর মারার ওষুধ বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com