রাজবাড়ী সদরের বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত গোপীনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার || ২০২১-১১-০৩ ১৫:৩৭:১০

image

সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ী শহরের ভবাণীপুর ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকার অক্ষয় কালী মন্দিরের উপদেষ্টা গোপীনাথ সাহার মরদেহে শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 
  গতকাল ৩রা নভেম্বর দুপুর পৌনে ২টার দিকে মরদেহ মন্দিরে আনার পর মন্দির কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি উত্তম কুমার সাহা, চঞ্চল কুমার দে, মানিক চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, সহ-সাধারণ সম্পাদক রিপন চন্দ্র মন্ডল, শিশির কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজবাড়ী পৌর মহাশ্মশানে মরদেহ সমাধিস্থ করা হয়।  
  উল্লেখ্য, গত ২রা নভেম্বর রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের মসজিদের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় অটোরিক্সা চালক গোপীনাথ সাহা ঘটনাস্থলেই নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
  তিনি রাজবাড়ী অটোরিক্সা মালিক সমিতির সভাপতি এবং ড্রাই-আইস ফ্যাক্টরী অক্ষয় কালী মন্দির ও গঙ্গাপ্রসাদপুর  দুর্গা মন্দিরের উপদেষ্টা ছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com