আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি।
এরই ধারাবাহিকতায় গতকাল ৫ই নভেম্বর সকালে তিনি মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে বাড়ী বাড়ী গিয়ে সবার কাছে ভোট চান।
এ সময় তার সাথে নয়নদিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান মাছেম, শেখ নাছের মিলন, হাশেম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, সিদ্দিক প্রামানিক, আতর প্রামানিক, বক্কার শেখ, নান্নু শেখ, বাবলু ব্যাপারী, খলিল খান, হিরণ প্রামানিক, ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, সাহাবুদ্দিন, হালিম শেখ, হাবিবুর রহমান হবি, রইচ উদ্দিন খান, সাইদুর রহমান, জলিল খাঁ, সম্রাট বাবর, মাজেদ মন্ডল, আব্দুল মোতালেব সরদার, মাসুদ রানা মাছুম, মুরাদ শেখ ও কাশেম আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে টুকু মিজি বলেন, আমি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি দল আমাকে মূল্যায়ন করে নৌকা প্রতীক দিবে। নির্বাচিত হলে মিজানপুর ইউনিয়নবাসীর চাওয়া-পাওয়া পূরণে সচেষ্ট হবো। রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নসহ যে সমসাগুলো বিদ্যমান রয়েছে সেগুলোর সমাধান করবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com