রাজবাড়ী বাজার থেকে ইয়াবাসাহ গ্রেফতার-১

চঞ্চল সরদার || ২০২১-১১-০৫ ১৪:০৩:১৮

image

ডিবি’র অভিযানে রাজবাড়ী বাজারের মাড়োয়ারীপট্টির হাজী সিরাজ খান টাওয়ারের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ লিটন শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৫ই নভেম্বর দুপুরে এসআই মিঠু ফকীরের নেতৃত্বে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন শেখ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া গ্রামের নূর ইসলাম শেখের ছেলে।   
   রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত লিটন শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com