পরিবহন ধর্মঘটে মহাসড়কে ব্যক্তিগত গাড়ী বেড়েছে॥যাত্রীদের ভোগান্তি

হেলাল মাহমুদ || ২০২১-১১-০৭ ১০:১৫:৩৯

image

জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল ৬ই নভেম্বর ঢাকা-খুলনা মহাসড়কে ব্যক্তিগত গাড়ীর সংখ্যা বেড়েছে। 
   এছাড়াও বাস না চলার কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভেঙ্গে ভেঙ্গে মাহেন্দ্রতে যাতায়াত করায় তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ফলে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে মহাসড়ক ঘুরে যাত্রীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।  
   রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে মাহেন্দ্রতে গোয়ালন্দ বাজারে আসা যাত্রী জোসনা বেগম বলেন, ২ দিন আগেও ১০ টাকা ভাড়া দিয়ে এসেছিলাম। এখন সেই ভাড়া বাড়িয়ে ১৫ 
টাকা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির কারণে নাকি তারা ভাড়া বাড়িয়েছে বলে জানায়। 
   প্রাইভেট কারে ঢাকা থেকে আসা যাত্রী কামরুল হাসান বলেন, আমার মা অসুস্থ হয়েছে শুনে ভোরে ঢাকা থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে দেশের বাড়ী মাগুরায় যাচ্ছি। একে-তো মা অসুস্থ, তার উপর আবার অনেক বেশী ভাড়া দিয়ে প্রাইভেট কার নিয়ে মাগুরা যেতে হচ্ছে। গণপরিবহন থাকলে এতো ভাড়া গুনতে হতো না। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com