পরিবহন ধর্মঘটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী পারাপার স্বাভাবিক

মইনুল হক মৃধা || ২০২১-১১-০৭ ১৩:৩৭:২৬

image

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ধর্মঘটের ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী পারাপার স্বাভাবিক হয়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চাপ না থাকায় দৌলতদিয়া ঘাটের চিরচেনা যানজট আর নেই।
   গতকাল ৭ই নভেম্বর সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েকটি কাভার্ড ভ্যান ফেরী পারাপারের জন্য অপেক্ষায় করছে। এছাড়া কোন যাত্রীবাহী বাস নেই। কোন ভোগান্তি ছাড়াই যানবাহনের চালকরা ফেরী পার হতে পারছেন। অপরদিকে গোয়ালন্দ মোড় এলাকায়ও অপচনশীল পণ্যবাহী কোন ট্রাক-কাভার্ড্য ভ্যান আটকে রাখা হয়নি।  
   বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, পরিবহন ধর্মঘটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের কোন চাপ নেই। বর্তমানে ১৭টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com