রাজবাড়ী সদরের বাগমারায় নিহত অটোচালককে চাপা দেয়া ট্রাকটি ঝিনাইদহ থেকে আটক

চঞ্চল সরদার || ২০২১-১১-০৮ ১৩:২১:০৯

image

রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় নিহত অটোরিক্সা চালক গোপীনাথ সাহা (৫২)কে চাপা দেয়া ট্রাকটি ঝিনাইদহ সদরের ঘোড়াশাল তালতলা এলাকা থেকে গত ৬ই নভেম্বর আটক করেছে রাজবাড়ী থানা পুলিশ। 
   রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ট্রাকটি আটক করা সম্ভব করা হলেও চালককে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
   উল্লেখ্য, গত ২রা নভেম্বর রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের বাগমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় অটোরিক্সা চালক গোপীনাথ সাহা ঘটনাস্থলেই নিহত হন। মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা গোপীনাথ সাহা রাজবাড়ী অটোরিক্সা মালিক সমিতির সভাপতি এবং ড্রাই-আইস ফ্যাক্টরী অক্ষয় কালী মন্দির ও গঙ্গাপ্রসাদপুর দুর্গা মন্দিরের উপদেষ্টা ছিলেন।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com