রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাটোর জেলা পুলিশের ১১শত সদস্যের মধ্যে জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নাটোর পুলিশ লাইন্স ময়দানে এসব সামগ্রী হস্তান্তর করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় তিনি বলেন, পুলিশের সকল সদস্যকে জনসাধারণের বন্ধু হিসেবে তাদের বিপদে পাশে থাকতে হবে। মানুষের জন্যে কাজ করতে হলে সুস্থ্য থাকতে হবে। এ জন্যে পুষ্টিকর খাদ্য গ্রহনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাপ্লিমেন্ট গ্রহন সহায়ক ভূমিকা পালন করবে।
৩০টি জিংক ট্যাবলেটের কৌটা ছাড়াও পুলিশ সদস্যদের হাতে নিজেদের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস তুলে দেয়া হয়। এরআগে তাদেরকে পিপি, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস্ ছাড়াও মাল্টি ভিটামিন ক্যাপসুল ও ভিটামিন ডি প্রদান করা হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, জনসমাগমপূর্ণ এলাকাতে পুলিশকে নিয়মিত কাজ করতে হয় বলে করোনা সংক্রমণ পরিস্থিতিতে তাদের সুরক্ষা জরুরী। তাই পুলিশের সুরক্ষায় জেলা পুলিশ সবসময় তৎপর।
অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, নাটোর জেলা পুলিশের কোন সদস্য এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হননি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com