নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে রাজবাড়ীতে সিপিবি’র মানববন্ধন

চঞ্চল সরদার || ২০২১-১১-০৯ ১৩:৪১:১৯

image

জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা শাখা।
   গতকাল ৯ই নভেম্বর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, রাজবাড়ী শহর সিপিবির সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা উদীচীর সভাপতি আজিজুল হাসান খোকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সিপিবির সদস্য আবুল কালাম মোস্তফা, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি কাওছার আহমেদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, চাল-তেলসহ নিত্যপণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর উপরে আবার জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে। সরকার জনগণকে আশ্বাস দিয়েছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চালসহ নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। নিম্ন আয়ের মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হচ্ছে। এ অবস্থায় জ্বালানী তেলসহ সকল নিত্যপণ্যের দাম কমাতে হবে। সারা দেশে সংখ্যালঘুদের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-মণ্ডপে হামলা-ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com