বালিয়াকান্দিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তনু সিকদার সবুজ || ২০২১-১১-১১ ১৪:১৫:৩৯

image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
   এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল ১১ই নভেম্বর বিকালে প্রথমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও যুবলীগের পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ, সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com