রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টেলিভিশনের ১যুগে পদার্পণ উদযাপন

আসাদুজ্জামান নুর || ২০২১-১১-১১ ১৪:৪৫:৪৪

image

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১ যুগে পদার্পণ উদযাপন করা হয়েছে। 
   এ উপলক্ষ্যে গতকাল ১১ই নভেম্বর সকালে প্রথমে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। মোহনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, যুবলীগ নেতা বাদল কুমার দে, ইউপি সদস্য মোয়াজ্জেম আলী মৃধা, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা মাহফুজুর রহমান, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার চঞ্চল সরদার, সাপ্তাহিক সাহসী সময়ের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি অনিক সিকদার, পাংশা উপজেলা প্রতিনিধি শামীম রেজা, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি তাজিনুল ইসলাম শ্রাবণ, ঢাকা ওয়েভ এর পাংশা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক রাজবাড়ী কণ্ঠের কালুখালী প্রতিনিধি আবু সৈয়দ, সকালের খবর ডট কমের রাজবাড়ী প্রতিনিধি সুজন বিষ্ণু প্রমুখ উপস্থিত ছিলেন। 
   প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম মোহনা টেলিভিশনের পরিবেশিত সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানমালার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশ ও পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারো বক্তব্য প্রচারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে করতে হবে। কেউ কারো বিরুদ্ধে বক্তব্য দিলে আগে তার যথাযর্থতা নিরূপণ করে নিতে হবে। ভুল-ত্রুটি হলে সেগুলোর গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলোও তুলে ধরতে  হবে।      
   মোহনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া মোহনা টেলিভিশনের সকল শুভান্যুধায়ীদের ধন্যবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com