রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের তালপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
গত ১১ই নভেম্বর রাত পৌনে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে নিখিল বিশ্বাসের গ্রীলের দোকান, খোকন মিয়ার সাইকেলের দোকান, হামিদুর রহমানের ফার্নিচারের দোকান, আসলাম মোল্লার ব্যাটারী চালিত অটোরিক্সার দোকান, আবু বক্কার সিদ্দিকীর পাটের গোডাউন ও প্রাণ কোম্পানীর ডিলার জয়নাল হাজারীর দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৌনে ২ লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতির কথা বলা হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও অনেক বেশী।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com