রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৪ই নভেম্বর সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামের মৃত মুকন কাজীর ছেলে কাজী রুহুল আমিন (৩০) ও একই উপজেলার কাশিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (৩০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে আড়াই গ্রাম ওজনের ২৫ পুরিয়া হেরোইন ও ১টি অ্যাপাচি মোটর সাইকেলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com